সিলেট-বিয়ানীবাজার সড়ক চারলেন করতে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত

admin
  • আপডেট টাইম : জুন ৩০ ২০২২, ১৬:৪৩
  • 639 বার পঠিত
সিলেট-বিয়ানীবাজার সড়ক চারলেন করতে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

সিলেট-বিয়ানীবাজার সড়কের ৪৩ কিলোমিটার চার লেনে উন্নীত হতে যাচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে সিলেটে এ সড়ক উন্নয়ন হবে। বুধবার (২৯ জুন) বিশ্বব্যাংকের বোর্ডসভায় এই ঋণ অনুমোদন হয়।

জানা গেছে, আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য সহজ করতে বাংলাদেশ ও নেপালকে ১০৩ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এর মধ্যে বাংলাদেশ পাবে ৭৫ কোটি ডলার বা ৭ হাজার কোটি টাকার মতো।

গতকাল বুধবার বিশ্বব্যাংকের বোর্ডসভায় এই ঋণ অনুমোদন হয়। দি এক্সেলারিটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেকটিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া কর্মসূচির (প্রথম পর্যায়) আওতায় এই অর্থ দেওয়া হচ্ছে। মূল্য বাণিজ্য ও পরিবহনে খরচ এবং ট্রানজিট সময় কমানোর জন্য অটোমেশনেই বেশির ভাগ অর্থ খরচ হবে। এ ছাড়া বাংলাদেশ ও নেপালের প্রায় ১০০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে।

বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্পের আওতায় সিলেট-চারখাই-শেওলা সড়কের ৪৩ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। এই সড়ক দিয়ে সহজেই সিলেট-ঢাকা মহাসড়কে পণ্যবাহী ট্রাক যেতে পারবে। এতে ৩০ শতাংশ সময় সাশ্রয় হবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর