সিলেট জেলার ৬০ শতাংশ এখন পানির নিচে

admin
  • আপডেট টাইম : জুন ২০ ২০২২, ০৩:২৭
  • 652 বার পঠিত
সিলেট জেলার ৬০ শতাংশ এখন পানির নিচে

ঢাকাসহ অন্যান্য জেলার সাথে যোগাযোগের মুল সড়ক ও রেললাইন পানিতে ডুবে গেছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান। তিনি জানিয়েছেন, গতকাল বিকেল থেকে কোন যানবাহন জেলা থেকে বের হতে পারছে না। জেলার ৬০ শতাংশ এখন পানির নিচে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, রেল স্টেশনের কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। ওসমানী হাসপাতালে নিচের তলায় পানি ওঠায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। রোগীসহ সকল কার্যক্রম উপরের তলায় সরিয়ে নিতে হয়েছে। সিলেটের হযরত শহাজালালের দরগাহ প্রাঙ্গণে পানি জমে গিয়েছিল শনিবার। তবে স্থানীয় সাংবাদিক আনিস রহমান বিবিসিকে জানাচ্ছেন, রবিবার হাসপাতাল ও দরগাহ প্রাঙ্গণ থেকে পানি সরে গেছে। শহর থেকেও পানি নামতে শুরু করেছে বলে জানান তিনি। মূলতঃ টানা চারদিনের অতিবৃষ্টির কারণেই পানি জমে গিয়েছিল বলে উল্লেখ করছিলেন তিনি। জেলা প্রশাসক জানাচ্ছেন, জেলায় টানা চারদিন বৃষ্টির পর রবিবার ভোরের দিকে থেকে বৃষ্টি কমে এসেছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর