বিয়ানীবাজার পৌর নির্বাচন; চামচের চমক

admin
  • আপডেট টাইম : জুন ১৫ ২০২২, ১৮:৫৪
  • 695 বার পঠিত
বিয়ানীবাজার পৌর নির্বাচন; চামচের চমক

স্টাফ রিপোটার্রঃ

বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে বেসরকারিভাবে নির্বািচত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিয়ানীবাজার সরকারি কলেজ সংসদের সাবেক জি.এস ফারুকুল হক। ১০টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। মেয়র পদে ফারুকুল হক (চামচ) প্রতিকে ৪ হাজার ১০০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর (মোবাইল) প্রতিকে পেয়েছেন ২ হাজার ৩১৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। নৌকা প্রতিকে আব্দুস শুকুর ২ হাজার ২৭০ ভোট পেয়ে তৃতীয় এবং মো. তফজ্জুল হোসেন জগ প্রতিকে ১হাজার ৪৯৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

এছাড়াও আহবাব হোসেন সাজু (কম্পিউটার) প্রতিকে  পেয়েছেন ১হাজার ৪৬৩ ভোট,  আব্দুস সামাদ (হ্যাঙ্গার) প্রতীকে পেয়েছেন ১হাজার ১৬৪ ভোট, অজি উদ্দিন (নারিকেল গাছ) প্রতীকে পেয়েছেন ২১৫ ভোট, আবুল কাশেম (কাস্তে) প্রতীকে পেয়েছেন ১৭৩ ভোট,  সুনাম উদ্দিন (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ১৩৮ ভোট।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর