মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

admin
  • আপডেট টাইম : জুন ১৩ ২০২২, ১৮:৫৭
  • 647 বার পঠিত
মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকা রাযিঃ কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জুন) শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইটে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, প্রতিটি মুসলমানের হৃদয়ে নিজের জীবনের চাইতেও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি মহব্বত রয়েছে। তাই বিশ্বের যে কোনো প্রান্তে নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে অপমানজনক বক্তব্য কেনো মুসলিম সহ্য করতে পারে না। অবিলম্বে ভারত সরকারকে নিপুণ শর্মা, নবীন কুমার জিন্দালকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এবং ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।

শিক্ষার্থীরা সরকারের কাছে উদাত্ত আহবান জানান যাতে অনতিবিলম্বে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করে এবং ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। সেইসাথে বিশ্ববাসীকে ভারতের পণ্য বর্জন করার আহবান জানান শিক্ষার্থীরা।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর