ব্যাংক ঋণ নিয়ে ৩ বছর আত্মগোপন থাকা যুবক বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার

admin
  • আপডেট টাইম : মে ৩০ ২০২২, ১৮:৪৯
  • 676 বার পঠিত
ব্যাংক ঋণ নিয়ে ৩ বছর আত্মগোপন থাকা যুবক বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে টানা তিন বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে বসবাস করে আসছিলেন আনোয়ার হোসেন নামের এক যুবক।

পলাতক থাকায় তিনটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। অবশেষে বিয়ানীবাজার থানা পুলিশের অভিযান সোমবার দুপুর ২টায় উপজেলার চারখা ইউনিয়নের লাংলাকোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন (৩৫) ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মালদারপাড় এলাকার বাসিন্দা। সম্প্রতি কিছুদিন ধরে সে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের লাংলাকোনা এলাকায় আত্মগোপন করে বসবাস করছিল।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত যুবক আনোয়ার হোসেন বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা পরিশোধ না করে ২০১৯ সাল থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বিয়ানীবাজার থানার এএসআই নুরুন্নবী মোড়লের নেতৃত্বাধীন একদল পুলিশ চারখাই ইউনিয়নের লাংলাকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, আটককৃত আনোয়ার হোসেন এনআই এক্টের তিনটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর