বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জালালাবাদ এসোসিয়েশন ইতালির নেতৃবৃন্দের

admin
  • আপডেট টাইম : মে ২৩ ২০২২, ০২:৫৩
  • 684 বার পঠিত
বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জালালাবাদ এসোসিয়েশন ইতালির নেতৃবৃন্দের

ষ্টাফ রিপোর্টঃ পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ বানভাসী মানুষের সহায়তার হাত বাড়িয়েছে ইতালিস্থ জালালাবাদ এসোসিয়েশনে নেতৃবৃন্দ।
গতকাল সন্ধ্যায় ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারাস্থ “রসই” রেষ্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন ভারতের আসাম থেকে বয়ে আসা পাহাড়ী ঢলে সিলেটের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে না খেয়ে এক বেলা খেয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। এসময় বানভাসী মানুষের পাশে দাড়ানো আমাদের কর্তব্য।
সংগঠনের সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে মুল্যবান মতামত প্রদান করেন, টিএমসি মসজিদের খতিব হুমায়ুন রশীদ রাজি, সংগঠনের প্রধান উপদেষ্টা এমডি আব্দুল ওয়াদুদ, সম্মানিত উপদেষ্টা মাসুক উদ্দিন, অলিউল ইসলাম, জালালাবাদ কল্যাণ সংঘের সাবেক উপদেষ্টা মিনার আহমেদ, সিনিয়র সহ সভাপতি আরমান উদ্দিন স্বপন, সহ সভাপতি আলী হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন বিজয় কর, রিয়াজ আহমেদ, জাহাঙ্গীর আলম, আমিরুল ইসলাম, কাওসার আহমদ, সাজিম আহমদ, সায়েক আহমদ, মেসবাহ উদ্দিন, জামাল উদ্দিন, হেলাল উদ্দিন, মোঃ রাফসান জানিসহ আরো অনেকে।
নেতৃবৃন্দ বৃহত্তর সিলেট অঞ্চলসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের বন্যার্ত মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সভায় জালালাবাদ এসোসিয়শেন ইতালি’র পক্ষ থেকে বন্যার্ত মানুষের সহায্যার্থে হতবিল সংগ্রহের জন্য নিম্নে উল্লেখিত নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করেন।
আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগ
এমডি আব্দুল ওয়াদুদ-৩৮৮১০৫২৯৯৪
আরমান উদ্দিন স্বপন-৩৮০৭৫৬৭০৬১
জামিল উদ্দিন-৩২৯৭০৬৭৮৮৯
সরফ উদ্দিন (নাপলী)-৩৮৯৮৭৩৭৪২২
রায়হান আহমেদ (ভেরনা)-৩৫১০৮৩৫১২১
কবির উদ্দিন বেলাল (আনকোনা)-৩২৭৫৭৭১৪১৪
জুবায়ের হাসান রওশন(পালেরমো)-৩৩১৮০১৭৩১৪
জুলিয়া পারভীন (পালেরমো)-৩৩১৪০৪৪৪৯২

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর