সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে অলি উদ্দিন শামিম এর শোক

admin
  • আপডেট টাইম : এপ্রিল ২৯ ২০২২, ২৩:১৯
  • 666 বার পঠিত
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে অলি উদ্দিন শামিম এর শোক

 

স্টাফ রিপোর্ট: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন-ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি
চ্যানেল এস ভিউয়ার্স ফোরাম
সাংগঠনিক সম্পাদক
ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অলি উদ্দিন শামিম

অলি উদ্দিন শামিম এক শোকবার্তায় বলেন, অর্থমন্ত্রী হিসেবে মরহুম মুহিত ছিলেন একজন সফল মন্ত্রী। তার মেধা, জ্ঞান এবং বিচক্ষণতা দিয়ে তিনি দেশের সেবা করে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন গুণী, ব্যক্তিকে হারালেন। এ ক্ষতি কখনোই পূরণ হবার নয় বলে উল্লেখ করেন এবং
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।
বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার গভীর রাতে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।

দীর্ঘদিন তিনি নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮।
২০০৮ সালে নির্বাচনে জয়লাভের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে মি. মুহিতকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

এরপর তিনি টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের ইতিহাসে মি. মুহিতই সবচেয়ে বেশি সময় যাবত অর্থমন্ত্রী ছিলেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেয়া হবে এবং এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজ। মা-বাবা দুইজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৪ ভাইবোনের মধ্যে তার অবস্থান তৃতীয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার ছোট ভাই।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর