দেশবাসী ও প্রবাসীদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন জাহেদ হুসেন নানু

admin
  • আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২২, ০৪:১০
  • 761 বার পঠিত
দেশবাসী ও প্রবাসীদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন জাহেদ হুসেন নানু

স্টাফ রিপোর্টারঃদেশবাসী ও প্রবাসী সহ তুলুজ বাংলাদেশী এসোসিয়েশন ফ্রান্স এর কার্যনির্বাহী কমিটি ও সদস্য, শুভানুধ্যায়ী—বাংলাদেশে অবস্থিত ও প্রবাসীদেরকে অগ্রিম ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তুলুজু বাংলাদেশী এসোসিয়েশন ফ্রান্স এর সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী, সমাজসেবী , কমিউনিটি নেতা জাহেদ হুসেন নানু, তিনি এক ঈদ বার্তায় বলেন,
দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর অনাবিল আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ-উল-ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের সকল নাগরিকের জীবন। মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ধনী গরীবের ব্যবধান দূরীভূত হয়। ঈদ-উল-ফিতর আমাদের সকলকে এক কাতারে আসতে এবং একে অপরের প্রতি সহমর্মিতা দেখাতে শিক্ষা দেয়। ঈদ-উল-ফিতরের এই শিক্ষা ধারণ করে প্রত্যেকেই সকল ধর্মের লোকদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করব এটাই হোক আমাদের প্রত্যয়। ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। ঈদের এই অনাবিল আনন্দ, সুখ-শান্তি বছরের প্রতিটি দিনই প্রবাহিত হোক দেশের প্রতিটি মানুষের অন্তঃকরণে সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদ উল ফিতর। ঈদ অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। – এই প্রত্যাশায় তুলুজ বাংলাদেশী এসোসিয়েশন ফ্রান্স এর সাধারণ সম্পাদক জাহেদ হুসেন নানু এর ,পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!!!

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর