বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন ১৫ জুন, ইভিএম থাকবে ৯টি ওয়ার্ডে

admin
  • আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২২, ১৯:৪১
  • 747 বার পঠিত
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন ১৫ জুন, ইভিএম থাকবে ৯টি ওয়ার্ডে

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরসভার ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্টিত হবে। এদিন আরো ৫টি পৌরসভা ছাড়াও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি বলেন, একই তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। স্থানীয় সরকারের এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
কুমিল্লা সিটি, বিয়ানীবাজারসহ ছয় পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন এবং পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জি পৌরসভার ভোটের তারিখ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর