বিয়ানীবাজার ইউনিভার্স্যাল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত।’

admin
  • আপডেট টাইম : মার্চ ১৭ ২০২২, ১২:৪৩
  • 837 বার পঠিত
বিয়ানীবাজার ইউনিভার্স্যাল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত।’

স্টাফ রিপোর্ট ঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কলেজ সভাকক্ষে অালোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
কলেজের প্রকল্প পরিচালক জোবায়ের আহমদ এর সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান সৈকত এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আ.ফ.ম. শামসুদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বাঙালি জাতির জন্য আমরণ ত্যাগ করে গেছেন। বঙ্গবন্ধুর চেতনাকে বাস্তবে লালন করে তাঁর স্বপনের সুনার বাংলা গড়ার অঙ্গিকার করতে হবে।
জাতি পিতার বিপ্লবী জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক জাহেদ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক সুহানা ইয়াছমিন, ব্যবস্থাপনা প্রভাষক আফজালুর রহমান স্বপন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হাফিজ মাওলানা রাইয়ান আহমদ, সাংবাদিক মিসবাহ উদ্দিন এবং শিক্ষার্থীবৃন্দ।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর