দেশ থিয়েটার সিলেট’র ১০ বছর পূর্তিতে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ও পথনাট্য উৎসব অনুষ্ঠিত।

admin
  • আপডেট টাইম : মার্চ ১৩ ২০২২, ১৭:১৮
  • 784 বার পঠিত
দেশ থিয়েটার সিলেট’র ১০ বছর পূর্তিতে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ও পথনাট্য উৎসব অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টারঃ

দেশ থিয়েটার সিলেট এর ১০ বছর পূর্তিতে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ও পথনাট্য উৎসব অনুষ্টিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) দিনব্যাপী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ১০টায় উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস।
এ পর্বের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রশিদ রেনু।
সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট বাউল শিল্পী বিরহী কালা মিয়া, ঢাকা থেকে আগত নাট্যশিল্পী মোছা: কামরুন্নাহার কনা।
এদিকে অনুষ্ঠানের শুরুতে সকালে আয়োজন করা হয় চিত্রাংকং ও আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় বিকাল ৪ টায়।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ রানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারন সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাংলাদেশ গ্রাম থিয়েটার ওসমানী অঞ্চল (সিলেট) এর আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ সাইমূম আনজূম ইভান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ থিয়েটার সিলেটের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক কামাল আহমেদ দূর্জয়।
এ পর্বে দুই জন বীর মুক্তিযোদ্ধা ও ১ জন সাংস্কৃতিক ও প্রবাসী উপদেষ্টা আজমল আল, ব্যাক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের পরিবেশনায় আবৃত্তি, গান, নৃত্য ও নাটক অনুষ্টিত হয়।

পুরো আয়োজন নিয়ে দেশ থিয়েটারের সভাপতি কামাল আহমেদ দুর্জয় জানান- আমার দেশ আমার সংস্কৃতি এই স্লোগানকে সামনে রেখে দেশ থিয়েটার সিলেট আজ ১০ বছর অতিক্রম করেছে। ১০ বছর ধরে আমরা নাটকের পাশাপাশি সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি ও দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক কার্যক্রম পরিচালিত করছি। আশা করি আগামীতেও বিভিন্ন সামাজিক কার্যক্রম ও নাটকের পাশাপাশি দেশের ও মানুষের উন্নয়ন কার্যক্রমে আমরা সোচ্চার থাকবো।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর