বাংলাদেশ ডব্লিউএফপি-র নির্বাহী বোর্ডে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত

admin
  • আপডেট টাইম : মার্চ ০১ ২০২২, ১০:২৭
  • 692 বার পঠিত
বাংলাদেশ ডব্লিউএফপি-র নির্বাহী বোর্ডে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত

WFP Headquarters, 28 February 2022 First Regular Session of the Executive Board, 2022 investiture of the Executive Board President 2022, H.E. Md. Shameem Ahsan Ambassador and Permanent Representative of the People's Republic of Bangladesh. Photo: WFP/Rein Skullerud

স্টাফ রিপোর্টারঃ
৩৬ সদস্য বিশিষ্ট ডব্লিউএফপি-র নির্বাহী বোর্ডে প্রথমবারের মতো বাংলাদেশ আজ (২৮ ফেব্রুয়ারী, ২০২২) সর্বসম্মতিক্রমে প্রথম নিয়মিত অধিবেশনে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রোমস্থ এফএও, ইফাদ ও ডব্লিউএফপি-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোঃ শামীম আহসান সভাপতি হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় এবং বিদ্যমান কোভিড পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে সংঘাত-পীড়িত দেশগুলোতে ডব্লিউএফপি-র সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে। রাষ্ট্রদূত আহসান তার সূচনা বক্তব্যে বিশ্বের বিপুল সংখ্যক নাজুক জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপি-র ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানে বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোর এগিয়ে আসার আহবান জানান।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর