বাংলাদেশ কমিউনিটি তুলুজ- ফ্রান্স এর ফ্রান্সের নতুন রাষ্ট্রদুত খন্দকার এম তালহা এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

admin
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২২, ০৫:০২
  • 872 বার পঠিত
বাংলাদেশ কমিউনিটি তুলুজ- ফ্রান্স এর ফ্রান্সের নতুন রাষ্ট্রদুত খন্দকার এম তালহা এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

মার্ক রায়, তুলুজ- ফ্রান্স প্রতিনিধিঃ
বাংলাদেশ কমিউনিটি তুলুজ- ফ্রান্স এর
ফ্রান্সের নতুন রাষ্ট্রদুত খন্দকার এম তালহা এর বাংলাদেশ এসোসিয়েশন তুলুজ- ফ্রান্স এর সাধারণ সম্পাদক- জাহেদ হোসেন নান্নুর নেতৃত্বে বাংলাদেশি কমিউনিটি লোকের সহযোগিতায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ রবিবার বিকেলে নিউ দিল্লী রেষ্টুরেন্ট এর হল রুমে। এ সময় উপস্থিত ছিলেন হেড অফ চেন্সেরি- ওয়ালিদ বিন কাসেম, কমার্শিয়াল কাউন্সিলার -মিসেস দিলারা বেগম। কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব ইস্কান্দার আলীর সভাপতিত্বে কমিউনিটির পক্ষ থেকে আসন গ্রহণ করেন , ফেরদৌস খান, ইমরান হোসেন, হামিদুর রহমান,আবুল কালাম, আলী হোসেন, নাজির হোসেন লিটন। এহসান আহমেদ টিটুর মনমুগ্ধকর উপস্থাপনায় শুরুতেই অতিথিদের ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় জাহেদ হোসেন নান্নুর লিখিত বক্তব্যে প্রবাসী বাঙ্গালীদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে তিনি উল্লেখ করেন, তুলুজে একটি কাউন্সিলর সার্ভিস,পাসপোর্ট জনিত সমস্যা,বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি সহ অন্যান্য বিষয়। কমিউনিটির ব্যক্তিদের সাথে বক্তব্য পর্বে আরো অংশগ্রহণ করে সুবেল আহমেদ, ফয়সাল আহমেদ, জাহাঙ্গীর হোসেন, সুমন আহমেদ, ফরহাদ হোসেন, হোসেন আহমেদ প্রমুখ। মান্যবর রাষ্ট্রদূত অত্যন্ত আন্তরিকতার সাথে প্রবাসীদের সমস্যাগুলি শোনেন এবং লিখিত আকারে নোট করেন। যেখানে আরো স্থান পায় কমিউনিটির জন্য একটি বাংলা স্কুল, একটি মসজিদ, দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক ইত্যাদি। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে উল্লেখ করেন ফ্রান্সের কর্মজীবনে এটাই প্রথম কোন কমিউনিটির সাথে মিলিত হয়ে মুক্ত আলোচনা করা। তিনি উল্লেখ করেন তিনি তুলুজ শহরে এসেছেন মূলত এই শহরের কর্তৃপক্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। এই আলোচনায় বসার পুর্বে তিনি কমিউনিটির লোকদের সাথে বসেছেন তাদের সমস্যাগুলি শোনার জন্য। তিনি সকলকে আশ্বস্থ করেন, তুলুজ শহরে বাংলাদেশী কমিউনিটির সমস্যার বিভিন্ন বিষয়গুলি স্থানীয় কর্তৃপক্ষের সাথে শেয়ার করবেন।

প্যারিস দূতাবাসের কার্যক্রম সম্পর্কে তিনি উল্লেখ করেন ফ্রান্সে প্রবাসীদের সংখ্যা অনেক গুন বেড়েছে, কিন্তু আমাদের জনবল সেই আগের মতই আছে। তথাপি আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে সকল বিষয়গুলো যাচাই বাছাই করছি এবং সুন্দর একটি সমাধানের চেষ্টা করছি। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, বাংলাদেশ সরকার কাজের সিস্টেম আপডেট করে দিলে অবশ্যই অবশ্যই আমরা তুলুজে কাউন্সিলার সার্ভিসের কথা চিন্তা করব। বাংলাদেশ এয়ারপোর্টে হয়রানি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যদি কোন প্রবাসী বাংলাদেশ এয়ারপোর্টে হয়রানির শিকার হয় তাকে অবশ্যই ফ্রান্সে বাংলাদেশ এম্বেসিতে লিখিত আকারে জানাতে হবে। পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে আমরা এর সঠিক ব্যবস্থা নিব। মতবিনিময় ও আলোচনা সভার সভাপতি ইস্কান্দার আলী তার সমাপনী বক্তব্যে আজকের এই সুন্দর সময়ের জন্য মান্যবর রাষ্ট্রদুত ও আর টিমকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি রাষ্ট্রদুত জনাব খন্দকার এম তালহা মহাদয়ের ধৈর্য এবং সময়োপযোগী সিদ্ধান্ত জন্য সাধুবাদ জানান। তিনি আহ্বান জানান,সময়-সুযোগ করে আপনি আমাদের সাথে আবারো মিলিত হবেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর