বিয়ানীবাজারে টিসিবির ট্রাকের জন্য অপেক্ষা: পণ্যমূল্যে অসহায় মানুষ

admin
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২২, ১২:৩১
  • 681 বার পঠিত
বিয়ানীবাজারে টিসিবির ট্রাকের জন্য অপেক্ষা: পণ্যমূল্যে অসহায় মানুষ

স্টাফ রিপোর্টার:

 

বুধবার বিকাল ৪টা। বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজারে স্কুল মার্কেটের সামনে লম্বা লাইন, পুরুষ-নারীর জটলা। বেশির ভাগই চল্লিশোর্ধ্ব।

লুঙ্গি পরা কিছু পুরুষও রয়েছেন কাছাকাছি বয়সের। মূল সড়ক লাগোয়া এই স্থানে তাঁরা অপেক্ষা করছেন প্রায় ঘণ্টাখানেক আগে থেকে।

সালেহা বেগম থাকেন ইনার কলেজ রোডের একটি টিনশেড ভাড়া বাসায়। তিনি জানালেন তাঁদের এই অপেক্ষার কারণ। বলেন, ‘এইখানে টিসিবির গাড়ি আসবো। গাড়ি থাইক্কা কম দামে তেল-ডাল কিনুন যায়। এর লাইগা বসে আছি। তয় কুন সময় আইবো কেউ জানে না। ’

গাড়ি এলো সন্ধ্যা কিছু আগে। ট্রাক দেখামাত্র সবাই একসঙ্গে ছুটে গেল। ট্রাক তখনো থামেনি। ট্রাকের পেছনেই দৌড়াতে লাগলেন সালেহা বেগমরা। অবশেষে ট্রাক থামল। ডিলার প্রতিনিধি লাইন ধরতে বললেন সবাইকে। এরপর নারীদের লাইনে লেগে গেল হট্টগোল—কে কার আগে ছিল। এর মধ্যেই নারী ও পুরুষ ক্রেতার সারি লম্বা হতে লাগল। ১০ মিনিটের মধ্যে ২৫০ থেকে ৩০০ মানুষের দুটি সারি ট্রাকের পেছনে দাঁড়িয়ে গেল।

সারিতে দাঁড়ানো আনোয়ার বলেন, ‘আমি রিকশা চালাই। দেখলাম ট্রাকে তেল-চিনি দিতাছে, তাই দাঁড়াইলাম। বাজারে তেল, ডালের দাম অনেক বেশি। এখান থেকে কিনলে অনেক কমে কেনা যায়। ’

চারজনের সংসারে মাসে তিন লিটারের বেশি তেল, আর দেড়-দুই কেজি ডাল লাগে বলে জানালেন আনোয়ার।

পঞ্চাশোর্ধ্ব আমেনা খাতুন ছেলের সংসারে থাকেন। বলেন, ‘কোনো কাম করি না। তাই লাইনে খাঁড়াইলাম। তবে যে থাক্কাধাক্কি, শরীলে কুলাইতাছে না। ’

প্রতি ট্রাকে ১০০ কেজি চিনি, ৫০০ কেজি ডাল, ৭০০ লিটার তেল ও ৩০০ কেজি পেঁয়াজ—মোট ১৬০০ কেজি পণ্য বিক্রি করা হয়। প্রতিজন সর্বোচ্চ চার লিটার তেল, দুই কেজি করে চিনি ও ডাল এবং পাঁচ কেজি করে পেঁয়াজ কিনতে পেরেছেন। সে হিসাবে ট্রাকে থাকা পণ্য ১৭৫ থেকে ২৫০ জনকে দেওয়া গেছে। কিন্তু প্রতি ট্রাকের পেছনে এর চেয়ে অনেক বেশি মানুষ দাঁড়ায়।

দেখা যায়, এখানে পুরুষদের একটাই লাইন। ১৫০ থেকে ২০০ মানুষ। লাইনে দাঁড়ানো মজিবুর রহমান জানান, তিনি পাশেই একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিস থেকে কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে এসেছেন পণ্য কিনতে। দিন ১৫ আগে একবার নিয়েছিলেন তিনি।

সরজমিন দেখা যায়, ট্রাকের অদূরে ফুটপাতে বসে আছেন ৬৫ বছর বয়সী শুক্কুর আলী। দেরিতে আসায় লাইনের অনেক পেছনে পড়ার কারণে রাস্তার পাশের ফুটপাতে বসে আছেন। তাঁর সামনে শতাধিক নারী-পুরুষের দীর্ঘ লাইন। লাইনে অপেক্ষমাণ মনসুর মিয়া বলেন, ‘রিকশা রাইখ্যা এক ঘণ্টারও বেশি টাইম ধইরা ট্রাকের অপেক্ষায় লাইনে দাঁড়াইয়া রইছি। ’

বর্তমানে বাজারে এক লিটার সয়াবিন তেল কিনতে লাগে ১৬০ টাকা। টিসিবির ট্রাক থেকে কেনা যায় ১১০ টাকায়। মসুর ডাল কিনতে লাগে ৯৫ থেকে ১০০ টাকা কেজি, টিসিবি থেকে কেনা যায় ৬০ টাকায়। চিনি বাজারে ৭৫ টাকা কেজি হলেও ট্রাকে দাম রাখছে ৫৫ টাকা এবং পেঁয়াজের কেজি বাজারে ৪০ থেকে ৪৫ টাকা আর টিসিবির ট্রাকে ৩০ টাকা।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আশিক নূর বলেন, দরিদ্র মানুষের সমস্যা হলে তা সমাধান করাই টিসিবির কাজ। ট্রাক যেকোনো সময় চাইলেই বাড়ানো যাবে। কিন্তু পণ্য আনতে কিছু সময় লাগে। ’

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর