বিয়ানীবাজারে আওয়ামীলীগের তৃণমুল কাউন্সিল শুরু: সরব গ্রামীণ রাজনীতি

admin
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২২, ১১:০৩
  • 689 বার পঠিত
বিয়ানীবাজারে আওয়ামীলীগের তৃণমুল কাউন্সিল শুরু: সরব গ্রামীণ রাজনীতি

স্টাফ রিপোর্টার:

ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিল দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ। আগামী ১৫দিনের মধ্যে পৌরসভা ও ইউনিয়নের অধীনস্থ ওয়ার্ডগুলোর কমিটি করে তা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোথাও সম্মেলন করতে ব্যর্থ হলে উপজেলা আওয়ামীলীগ তাতে হস্তক্ষেপ করবে বলে জানা গেছে। উপজেলা আওয়ামীলীগের এমন নির্দেশনার পরই তৃণমূলে আওয়ামীলীগের কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে।

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান জানান, জেলা আওয়ামীলীগ থেকে ওয়ার্ড পর্যায়ের কাউন্সিল শেষ করতে এক সপ্তাহ সময় দেয়া হয়। আমরা বর্ধিত সভা করে প্রতিটি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে ১৫দিনের সময় নির্ধারণ করে চিঠি দিয়েছি। সংগঠনকে গতিশীল করতে এবং রাজনৈতিক কার্যক্রম বেগবান করার লক্ষে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

বিয়ানীবাজার আওয়ামীলীগের এমন সিদ্ধান্তের পর সোমবার রাতে উপজেলার শেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সম্মেলন অনুষ্টিত হয়েছে। এতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আহাদ কলা, শামছ উদ্দিন খান, চেয়ারম্যান জহুর উদ্দিনসহ অন্যান্য নেৃতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সূত্র জানায়, ওয়ার্ড পর্যায়ের কাউন্সিলের চিঠি পেয়ে সবক’টি ইউনিয়নে সভা করেছে ইউনিয়ন আওয়ামীলীগ। আবার উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকও একত্রিত হয়ে একটি যৌথ সভা করেছেন। ওই সভার বিস্তারিত কিছু জানা যায়নি। বর্তমান উপজেলা কমিটি গঠনের পর থেকে পৌর ও ইউনিয়ন কমিটিগুলো উপজেলা আওয়ামীলীগের সাথে দূরত্ব বজায় রেখে চলছিল। এমন অবস্থায় হঠাৎ করে ওয়ার্ড পর্যায়ের সম্মেলন শেষ করতে জেলা-উপজেলার চিঠি নিয়ে ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গত বিজয় দিবসের কর্মসূচিসহ দলের প্রতিষ্টাবার্ষিকীও পৃথকভাবে পালন করেছে পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ।

 

 

 

এদিকে তৃণমূল পর্যায়ে ক্ষমতাসীন দলের সম্মেলন করার সিদ্ধান্তে গ্রামীণ রাজনীতিতে নতুন উচ্ছাস সৃষ্টি হয়েছে। সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আসীন হতে ইচ্ছুক নেতাকর্মীদের বলয় সৃষ্টির প্রবণতা শুরু হয়েছে। উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দও বলয় সৃষ্টির যোগান দিচ্ছেন।

 

সূত্র জানায়, এখানকার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়তা রয়েছে। গত ইউপি নির্বাচনের ফলাফলে যা ফুটে ওঠে। তাছাড়া অনেক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় প্রার্থীর বিরুদ্ধেও কাজ করার অভিযোগ আছে। ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকের অবস্থাতো আরো খারাপ। আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন ইউনিয়ন কিংবা ওয়ার্ডে গেলে স্থানীয় নেতাকর্মীদের দেখা পাওয়া যায়না। সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণায়ও তারা নিষ্ক্রিয়।

 

এদিকে বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের উদ্যোগে পৃথক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সাবেক কাউন্সিলার কাজি মো. আব্দুল বাছিতকে মনোনীত করা হয়। ওই সভায় সাংগঠনিক কার্যক্রম ত্বরাণ্বিত করতে নানা সিদ্ধান্ত নেয়া হয়। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ বলেন, ওয়ার্ডের কাউন্সিল নয়, কাউন্সিলের প্রস্তুতি নিতে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর