সহযোগিতা ও আস্থার ভিত্তিতেই করোনাকে হারানো সম্ভব- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

admin
  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২২, ০১:২০
  • 838 বার পঠিত
সহযোগিতা ও আস্থার ভিত্তিতেই করোনাকে হারানো সম্ভব- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, মতাদর্শগত শত্রুতার কথা তুলে অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিষয়গুলো নিয়ে রাজনীতি করা খুবই বিপজ্জনক। আমেরিকা বা অন্য কোনো দেশের নাম না নিয়ে দাভোস ভার্চুয়াল বৈঠকে শি জিনপিং দাদাগিরি নিয়ে সতর্ক করেন। করোনার কারণে দাভোস বৈঠক এবার ভার্চুয়ালি হচ্ছে। সেখানেই ভাষণ দেন শি। তিনি বলেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে, সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। এর ফলে বিপর্যয় দেখা দেয়। শি মনে করেন, একতরফা সুরক্ষার নীতি নিয়ে চললে তাতে কাউকেই সুরক্ষা দেওয়া যায় না। এর ফলে অন্যদের স্বার্থে আঘাত লাগে মাত্র। সেই সঙ্গে নিজের স্বার্থও বিনষ্ট হয়। তার থেকেও খারাপ হলো দাদাগিরি। স্বাভাবিকভাবেই দেশগুলোর মধ্যে মতবিরোধ থাকবে, তারা ভিন্ন নীতি নেবে। কিন্তু তাই বলে দাদাগিরি মানা যায় না। ট্রাম্পের সময় থেকে আমেরিকা ও চীনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বাইডেন প্রেসিডেন্ট হয়ে আসার পরেও দুই দেশের সম্পর্কে বিশেষ উন্নতি হয়নি। তাইওয়ান, উইঘুর মুসলিম ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্যিক সমস্যা প্রবল। এরই পরিপ্রেক্ষিতে শির মন্তব্য তাৎপর্যপূর্ণ| এছাড়া শি বলেছেন, সহযোগিতা ও আস্থার ভিত্তিতেই করোনাকে হারানো সম্ভব।

 

ইত্তেফাক/টিএ

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর