স্ত্রীর মামলায় দেশান্তরী স্বামী, ৭ বছর পর গ্রেফতার

admin
  • আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২১, ১১:৩১
  • 879 বার পঠিত
স্ত্রীর মামলায় দেশান্তরী স্বামী, ৭ বছর পর গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে স্ত্রীর করা মামলায় এক বছর ছয় মাসের সাজা হয় এক যুবকের। সেই সাজা এড়াতে তিনি সাত বছর ওমানে পলাতক ছিলেন। অবশেষে দেশে ফেরায় সোমবার রাতে উপজেলার ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ২০১২ সালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার জয়পুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে খালেদা আক্তার পনির সঙ্গে বিয়ে হয় বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের মৃত আবু বোরহান পাটোয়ারীর ছেলে নুরুল ইসলামের। তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়।

বিয়ের দুই বছরের মাথায় পারিবারিক কলহের জের ধরে বাপের বাড়ি চলে যান খালেদা। পরে নারি ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা করেন খালেদা। ওই মামলায় নুরুল ইসলামকে এক বছর ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

পরে গ্রেফতার এড়াতে তিনি ওমান চলে যান। তিনি দীর্ঘ সাত বছর ওমানে পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, গত ১৩ অক্টোবর দেশে ফিরলে আদালতের পরোয়ানামূলে পুলিশ নুরুল ইসলামকে গ্রেফতার করেন।

সংবাদটি শেয়ার করুন

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর