কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলা রশি গ্রামে পানিতে ডুবে আরিয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আরিয়ানের বাবা প্রবাসী হওয়ায় মায়ের সঙ্গে নানাবাড়ি কৌলা রশি গ্রামে থাকত। মঙ্গলবার সকালে সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর একপর্যায়ে পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় আরিয়ানকে। এর পর পরিবারের লোকজন কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, নিহত শিশু আরিয়ানের নানা মোক্তাদির হোসেন দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করেন।