জৈন্তাপুরে নিজপাট ইউপি‘র নিবার্চনী তফসীল ঘোষনার দাবিতে প্রতিবাদ সমাবেশ

admin
  • আপডেট টাইম : নভেম্বর ১৪ ২০২১, ১৩:২০
  • 886 বার পঠিত
জৈন্তাপুরে নিজপাট ইউপি‘র নিবার্চনী তফসীল ঘোষনার দাবিতে প্রতিবাদ সমাবেশ

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদে নির্বাচন বন্ধ রাখার প্রতিবাদে ইউনিয়নবাসী’র উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

১৪ নভেম্বর (রোববার) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক বটতলায় ১নং নিজপাট ইউনিয়নে নির্বাচন বন্ধ রাখার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

সমাজসেবী হাসিনুল হক হুসনু’র সভাপতিত্বে এবং আব্দুল মান্নান’র পরিচালনায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।

 

 

বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন- ১নং নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইন্তাজ আলী, আব্দুল মতিন শাহীন, হানিফ আহমদ, আব্দুল মালিক পাখি, আব্দুস শুকুর, এম জেড এ জাহাঙ্গীর, আব্দুল মান্নান, মাওলানা আলীম উদ্দিন।

সভায় আরোও বক্তব্য রাখেন- বাবুল মিয়া, নুর আহমদ, মম আলম কয়েছ, মাহমুদ আলী, আব্দুর রব, আব্দুর রহিম, সুভাস দাস বাবলু, মাসুদ আহমদ, সাব্বীর আহমদ, সুফিয়ান আহমদ ও পাপলু দে প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চলমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা সদরে নিজপাট ইউনিয়নে সময় মত নির্বাচনী তফসীল ঘোষনা করতে নির্বাচন কমিশন তথা প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

সমাবেসে বক্তারা আরোও বলেন, মামলার অজুহাত দেখিয়ে সময় মত অনুষ্ঠিতব্য নির্বাচন কৌশলে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন বন্ধ রাখার বিষয়ে আদালতের কোন আদেশ বা নির্দেশ সংক্রান্ত সঠিক তথ্য নেই। কেন নিবার্চন বন্ধ রাখা হয়েছে নিজপাট ইউনিয়নের সর্বস্তরের জনগন স্থানীয় উপজেলা প্রশাসন তথা উপজেলা নির্বাচনী কর্মকর্তার নিকট জানতে চায়।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর