গুচ্ছের ‘বি’ ইউনিটে ভর্তি: শাবির কেন্দ্রে ১ হাজার ৯৬৫ পরীক্ষার্থী

admin
  • আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২১, ০৯:২৬
  • 888 বার পঠিত
গুচ্ছের ‘বি’ ইউনিটে ভর্তি: শাবির কেন্দ্রে ১ হাজার ৯৬৫ পরীক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধিঃ

২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) কেন্দ্রে অংশ নিচ্ছেন ১ হাজার ৯৬৫ পরীক্ষার্থী।
আজ রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলে সতর্ক আছি। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তাছাড়া পরীক্ষায় সব ধরণের ইলেক্ট্রিক ডিভাইস সংবলিত ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল বিভিন্ন ডিভাইস নিষিদ্ধি করা হয়েছে।’
এছাড়া, আগামী ১ নভেম্বর বাণিজ্য বিভাগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অংশ নিবেন ৮৬৭ জন শিক্ষার্থী।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর