শ্রীমঙ্গলে এক রাতে ৩টি হিন্দুবাড়ির খড়ের গাদায় আগুন

admin
  • আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২১, ১০:৫৯
  • 752 বার পঠিত
শ্রীমঙ্গলে এক রাতে ৩টি হিন্দুবাড়ির খড়ের গাদায় আগুন

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গলে রাতের আঁধারে একই সময়ে তিনটি বাড়ির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২০ অক্টোবর) রাতে উপজেলার ভূনবীর ইউনিয়নের ভীমশী গ্রামে অমর চন্দ্র দাস, অসীম লাল রায়, ও অমর চন্দ্র দাশ এর বাড়িতে এই ঘটনা ঘটে।
আগুন লাগানোর ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আগুন লাগার ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা ৯৯৯ নাম্বারে ফোন করলে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার (ওসি) রাতে ঘটনাস্থলে যান।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে কোন এক সময় দুস্কৃতিকারীরা পরিকল্পিতভাবে এলাকার তিনটি হিন্দু বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়েছে। হিন্দু-মুসলিমদের মধ্যে সম্প্রীতি নষ্ট করতে হিন্দু বাড়িগুলোর খড়ের গাদায় এই আগুন লাগানোর ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করেন তারা।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভানুলাল রায়, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান, পাশাপাশি আগুন লাগানোর ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনা আমরা তদন্ত করে দেখছি’।

 

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর