এক বছর পর নতুন অধ্যক্ষ পেলো বিয়ানীবাজার সরকারি কলেজ

admin
  • আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২১, ০৯:১৯
  • 856 বার পঠিত
এক বছর পর নতুন অধ্যক্ষ পেলো বিয়ানীবাজার সরকারি কলেজ

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
এক বছর তিন মাস ৫দিন পর
বিয়ানীবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিককে নিয়োগ প্রদান করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিক এর আগে বিয়ানীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। সর্বশেষ তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বিশেষ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। যোগদানের বিষয়ে মুঠোফোনে এ প্রতিবেদক কে নিশ্চিত করেন নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম মল্লিক।
এ বিষয়ে, কলেজের উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম বলেন, প্রফেসর রফিকুল ইসলাম মল্লিক স্যারকে আমরা কলেজে স্বাগত জানাচ্ছি। সম্ভবত তিনি আগামী সপ্তাহে কলেজে যোগদান করবেন।এদিকে দীর্ঘদিন অধ্যক্ষহীন থাকার পর কলেজে অধ্যক্ষ নিয়োগ প্রদান করায় নতুন অধ্যক্ষকে বরণ করতে প্রস্তুতি গ্রহণ করেছেন কলেজের শিক্ষকরা। এরই মধ্যে নতুন অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম মল্লিককে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা।
প্রসঙ্গত, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ পদ ২০২০ সালের ২৮ জুন শূন্য হয়।
প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ ২০২০ সালের ২৮ জুন অবসরে চলে যাওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন কলেজের উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর