জৈন্তাপুরে নারী ও শিশু বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত।

admin
  • আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২১, ০৯:২৬
  • 911 বার পঠিত
জৈন্তাপুরে নারী ও শিশু বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত।

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগে কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস সিলেটের আয়োজনে এক ওরিয়েন্টেশন জৈন্তাপুরে অনুষ্টিত হয়৷

৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় জৈন্তাপুর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক (রু.দা) উজ্জ্বল শীল৷ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ ৷

আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, বাহারুল আলম বাহার, মো. ইয়াহিয়া, প্রধান শিক্ষক বিজন চন্দ্র, ফাহিমা বেগম, জৈন্তাপুর অন লাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম. রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম ও জৈন্তপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম সরোয়ার বেলাল, সংবাদকর্মী আঃ হালিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, মন্দিরের পুরহিত, ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ৷

বক্তরা বলেন, শিশু শ্রম বন্দ এবং নারীদের যথাযত সম্সান করা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মুলক বিষয় সভায় উপস্থাপন করা হয় ৷ দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য অবহিত করা হয়।

 

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর