মুক্ত ও উদার এশিয়া গড়ে তোলা চারদেশীয় জোট কোয়াডের অন্যতম প্রধান লক্ষ্য

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০২১, ০১:৪২
  • 969 বার পঠিত
মুক্ত ও উদার এশিয়া গড়ে তোলা চারদেশীয় জোট কোয়াডের অন্যতম প্রধান লক্ষ্য

বিশ্বকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে তুলতে কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভারতীয় সময় শুক্রবার রাতে ওয়াশিংটনে এই জোটের প্রথম শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী এ কথা বলেন। মোদি বলেন, চার দেশ তাদের গণতান্ত্রিক ধ্যান–ধারণা ও মূল্যবোধের ভিত্তিতে কোয়াডের সহযোগিতার ক্ষেত্র বিস্তার করবে। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তো বটেই, বিশ্বে শান্তি স্থাপনেও এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে গড়ে তোলা এই সহযোগিতা জোটের চার শীর্ষ নেতা এই প্রথমবারের মতো মুখোমুখি হলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনের সময় এই শীর্ষ বৈঠকের আয়োজন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়া এই বৈঠকে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। কোভিড সমস্যা ও তার মোকাবিলা, জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদ ছাড়াও বর্তমান বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে চার শীর্ষ নেতা মতবিনিময় করেন। এই সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের তিন রাষ্ট্রনায়কের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। কোয়াড ও দ্বিপক্ষীয় আলোচনার বিষয়বস্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচার করা হয়েছে। কোয়াড সম্মেলনের শুরুতেই ভাষণ দেন মোদি। হিন্দিতে দেওয়া সেই ভাষণে তিনি বলেন, ‘২০০৪ সালে সুনামির পর আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও উন্নয়নই ছিল লক্ষ্য। এখন আবার একত্র হয়েছি এমন এক সন্ধিক্ষণে, গোটা বিশ্ব যখন কোভিড অতিমারিতে বিধ্বস্ত। মানবতার কল্যাণ এই বৈঠকের মূল লক্ষ্য।’ কোয়াড বৈঠকের আগে মোদি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন বাইডেন, মরিসন ও সুগার সঙ্গে। এই বৈঠকগুলোর প্রধান লক্ষ্য ছিল দক্ষিণ ও মধ্য এশিয়ার সুস্থিতি এবং শান্তি স্থাপন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর