বিয়ানীবাজারে মাইকে ঘোষনা দিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষ আহত অর্ধশতাধিক

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২১, ১৮:০৩
  • 945 বার পঠিত
বিয়ানীবাজারে মাইকে ঘোষনা দিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষ আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজারের রামদায় মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।

গত মাসেও উপজেলার আলীনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ হয়। পরে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি হয়।

এদিকে শুক্রবার রাতের সংঘর্ষের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ঘন্টাব্যাপী সময় ধরে দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ চলমান রয়েছে। সংঘর্ষকারী উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা চলছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ঘন্টাব্যাপী সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটক পড়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা ও চারখাই ফাড়ির পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌছেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, রামদা বাজারে দুটি পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ চলছে শুনে ঘটনাস্থলে যাচ্ছি। তবে এর আগেই খবর পেয়েই পুলিশের দুটি টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও ইউএনও আশিক নূর ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করছেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর