রাগীব রাবেয়া মেডিকেলে পরিস্থিতি থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০২১, ১৬:৪৭
  • 917 বার পঠিত
রাগীব রাবেয়া মেডিকেলে পরিস্থিতি থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন

সিলেট অফিসঃ
এক মহিলা রোগীর মৃত্যু নিয়ে সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্বজন ও নিরাপত্তা কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা (বিকাল পৌনে ৪টা) পর্যন্ত রাগীব-রাবেয়া মেডিকেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এক করোনা আক্রান্ত মহিলা রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও নিরাপত্তাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং কিছু ভাঙচুর হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা গেছে, নিহত মহিলার নাম ফুলজান বিবি। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

স্বামী ও ছেলেদের অভিযোগ, ফুলজান বিবি ৩ দিন আগেই ভুল চিকিৎসায় মারা গেছেন এবং মৃত্যুর পরও লাশ আইসিইউতে রেখে দেন মেডিকেল কর্তৃপক্ষ।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাগীব-রাবেয়া মেডিকেলের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর