স্কুল কলেজ খোলায় স্বস্তি অভিভাবকদের

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০২১, ০৯:৫৬
  • 918 বার পঠিত
স্কুল কলেজ খোলায় স্বস্তি অভিভাবকদের

 

জগন্নাথপুর প্রতিনিধি ::
দীর্ঘ ১বছর ৬মাস পর আবারও খুলেছে দেশের সব প্রাইমারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার
১১৯ প্রাইমারী বিদ্যালয়, ১৫টি মাদ্রাসা, ২৮টি মাধ্যমিক ও ৬টি উচ্চ মাধমিক বিদ্যালয় স্বাস্থ্য বিধি মেনে রবিবার (১২ সেপ্টেম্বর) সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। স্কুল কলেজ চালু হওয়া নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রায় দেড় বছর পর চিরচেনা ইউনিফর্ম, ব্যাগ কাঁধে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন শিক্ষার্থীরা। তবে, ইউনিফর্মের সঙ্গে এবার শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হচ্ছে। প্রথম দিন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত ও অন্যান্য অ্যাকাডেমিক নির্দেশনা প্রদান করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি, এইচএসসি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ছয়দিন ক্লাস করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের সময়কাল হবে চার ঘণ্টা। এর বাইরে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অন্যান্য শ্রেণির প্রায় তিন কোটি এক লাখ শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাস করবেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর