শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০২১, ১২:০২
  • 957 বার পঠিত

 

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার রাত ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের মাঝেরগাঁও নামে এক গ্রামের একটি ধান ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। রাতে সাপটি দেখে গ্রামের লোকজন শ্রীমঙ্গলের বন্য প্রাণী ফাউন্ডেশনে খবর দেয়। এ খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল অজগরটি ওই গ্রাম থেকে ১২ ফুট দৈর্ঘের অজগর সাপটি উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রাত ১০টার দিকে শ্রীমঙ্গলের মাঝেরগাঁও গ্রামের ধানক্ষেতে একটি অজগর পড়ে আছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে থানীয় লোকজনের সহায়তায় অজগরটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম সহ অন্যদের নিয়ে অজগরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান অজগরটির ওজন প্রায় ১৬ কেজি এবং লম্বায় ১২ ফুট।
বন জঙ্গলে খাদ্য সংকট দেখা দেওয়ায় এসব বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে আসছে বলে অনেকে মনে করছেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর