পাঞ্জশিরে ‘তুমুল যুদ্ধ’, পালাচ্ছেন বাসিন্দারা

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১০ ২০২১, ১৫:৪০
  • 932 বার পঠিত
পাঞ্জশিরে ‘তুমুল যুদ্ধ’, পালাচ্ছেন বাসিন্দারা

অনলাইন ডেস্কঃ
তালেবান পাঞ্জশির উপত্যকা দখলের ঘোষণা দিয়েছে। এর আগে আফগানিস্তানের সব প্রদেশ দখল করলেও এটি তালেবানের নিয়ন্ত্রণে ছিল না। পরবর্তীতে মাসুদ বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধে জড়ায় তালেবান। পরে প্রাদেশিক গভর্নর অফিসের সামনে পতাকা উড়াতে সক্ষম হয় তালিবরা। তবে বিরোধীরা তালেবানের দাবি অস্বীকার করে বলছে, তারা প্রদেশটিতে এখনো অবস্থান করছেন এবং কৌশলগত অবস্থানগুলোতে তাদের নিয়ন্ত্রণ রয়েছে।
বিবিসি বলছে, তালেবান ও উত্তরের বাহিনীর গোলাগুলির মধ্যে পরে সাধারণ বাসিন্দারা প্রাণ হারাচ্ছেন।এতে করে পাঞ্জশিরের কিছু মানুষ উপত্যকাটি ত্যাগ করছেন।
কাবুলে থাকা পাঞ্জশিরের বাসিন্দারা টোলো নিউজকে জানিয়েছে, দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে একটি পরিবার তার সন্তানকে হারিয়েছেন। ওই অঞ্চলটিতে থাকা মানুষজন মানবিক সংকটে পড়তে পারেন এমন আশঙ্কার কথাও জানিয়েছেন তারা। তবে তালেবানের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে। তারা বলছে উপত্যকাটির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর