বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক নির্বাচনে ১৯ পদে ৪২ টি মনোনয়ন পত্র বিক্রি

admin
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২১, ২১:২২
  • 1010 বার পঠিত
বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক নির্বাচনে ১৯ পদে ৪২ টি মনোনয়ন পত্র বিক্রি

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো যুক্তরাষ্ট্রের বসবাসরত বাংলাদেশীদের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম ৫ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল অনুযায়ী ছিল মনোনয়নপত্র কেনার নির্ধারিত দিন। ঐদিন বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ওজন পার্কের ডাইরেক্ট হেলথ সোর্স হোম কেয়ার সার্ভিসে মনোনয়নপত্র বিক্রি করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কমিশনের সদস্য হিফজুর এম রহমান, জালাল উদ্দিন আহমেদ, কামাল চৌধুরী ও মোঃ হেলাল উদ্দিনের কাছ থেকে নির্বাচনে প্রতিযোগিতা করতে ইচ্ছুক প্রার্থীরা তাদের মনোনয়নপত্র ক্রয় করেন। এ সময় দুটি প্যানেল এবং কিছু সংখ্যক একক প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র কিনতে দেখা যায়। নির্বাচন কমিশন সূত্র থেকে জানা যায় ১৯ টি পদের বিপরীতে ৪২ টি মনোনয়ন পত্র তারা বিক্রি করেছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্নান-মাহবুব পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জহির উদ্দিন জুয়েল, গৌছ খান, সমির উদ্দিন, সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল হক মাহবুব,  মোহাম্মদ ইসলাম, আব্দুল হান্নান দুখু ,  মিসবাহ-অপু পরিষদের আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আমিনুল হোসেন সভাপতি পদপ্রার্থী মিসবাহ আহমেদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রেজাউল আলম প্রমুখ।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর