বিয়ানীবাজারে নানকার কৃষক বিদ্রোহ দিবস পালিত

admin
  • আপডেট টাইম : আগস্ট ১৮ ২০২১, ০৯:১১
  • 974 বার পঠিত
বিয়ানীবাজারে নানকার কৃষক বিদ্রোহ দিবস পালিত

বিয়ানীবাজার প্রতিনিধিঃ

যথাযথ মর্যাদায় বিয়ানীবাজারে নানকার কৃষক বিদ্রোহ দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলার তিলপাড়া ইউনিয়নের সানেশ^র-উলুউরির এলাকার সোনাই নদীর তীরবর্তী নানকার স্মৃতি সৌধে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নানকার স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ অর্পন করে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার শাখা, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ড-, তিলপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার শাখা, উলুউরি নানাকার সামাজিক সংগঠন, নানকার বিদ্রোহী স্মৃতি পাঠাগার, সানেশ্বর এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ।
পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদ বেদিতে নানকার কৃষক বিদ্রোহী দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান
বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ডের সভাপতি আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এমাদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা রজিম উদ্দিন, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বিয়ানীবাজার নিউজ২৪ সম্পাদক আহমেদ ফয়সাল, আওয়ামী লীগ নেতা বিবেকানন্দন দাস, কেতকি রঞ্জন দাস ও মিন্টু দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ডের সহসভাপতি আতিকুল ইসলাম রুকন, সম্মিলীত সাংস্কৃতিক জোট বিয়ানীবাজার সাধারণ সম্পাদক তন্ময়পাল চৌধুরী, ডা. আইয়ছ আলী শিক্ষক সাধন দাস, সেজুতি, অনিক দাস, বিপ্লব দাস, কর্ণমনি দাস, শাওন দাস, জামিল আহমদ, প্রমেশ দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ডের আয়োজনে নানকার পটভূমির উপর হেমাঙ্গ বিশ্বাসের লেখা গান পরিবেশন করা হয়।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর