দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শনিবার থেকে

admin
  • আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২১, ০৩:৩৮
  • 1010 বার পঠিত
দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শনিবার থেকে

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে করোনা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের আওতায় প্রায় ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। আগামীকাল শনিবার থেকে এই ক্যাম্পেই শুরু হবে।  দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন নিয়ে আয়োজিত সংবাদসম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ কথা জানান।

তিনি আরো জানান, ভ্যাক্সিনের অপ্রতুলতা সত্ত্বেও সরকার দেশের আপামর জনসাধারণকে ভ্যাকসিন দিতে বদ্ধপরিকর। বর্তমানে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। যার পরিপেক্ষিতে সরকার আগামী ৭ আগস্ট থেকে দেশব্যাপী কোভিড ১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নিয়েছে। ৭ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব নারী-পুরুষ, শারীরিক প্রতিবন্ধী, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে টিকা দেওয়া হবে। ধারাবাহিক ভাবে ১২ ই আগষ্ট পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর