আবারও সর্বোচ্চ শনাক্ত যুক্তরাষ্ট্রে

admin
  • আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২১, ০৩:২৫
  • 1032 বার পঠিত
আবারও সর্বোচ্চ শনাক্ত যুক্তরাষ্ট্রে

রোনাভাইরাসে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৩০ হাজার ৭০০ জন আর প্রাণ হারিয়েছে ৭৫০ জন। আগেরদিন সেখানে শনাক্তের সংখ্যা ছিলো ১ লাখ ২৪ হাজার আর মৃতের সংখ্যা ছিলো ৫৭৪ জন। এর মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ৬৪ লাখ ৪৭ হাজারের বেশি আর প্রাণ হারালো ৬ লাখ ৩২ হাজার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইন্দোনেশিয়ায়। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ১ হাজার ৬৩৫ জন। সেখানে মোট প্রাণ হারিয়েছে ১ লাখ ৪ হাজার মানুষ। ইন্দোনেশিয়ায় একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৫৩২ জন। মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৬ লাখ ৮ হাজার জন।

ব্রাজিলেও একদিনে প্রাণ হারিয়েছে ১ হাজারের বেশি মানুষ। এই সময়ে সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪২ হাজার ১৫২ জন। সারাবিশ্বে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১০ হাজার ১৩৯ জন। এর মধ্যে দিয়ে বিশ্বে মোট আক্রান্ত শনাক্ত ২০ কোটি ২৩ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা ৪২ লাখ ৮৯ হাজারের বেশি।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর