করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়েছে

admin
  • আপডেট টাইম : আগস্ট ০৬ ২০২১, ০৫:০৪
  • 1000 বার পঠিত
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়েছে

যুক্তরাষ্ট্রে গত ছয় মাসের মধ্যে করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে। বুধবার দেশটিতে প্রায় এক লাখের মতো নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে টিকা না নেওয়া মানুষেরা আক্রান্ত হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়েছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত সাত দিনে গড়ে প্রতিদিন শনাক্তের সংখ্যা ৯৪ হাজার ৮১৯ জন। এক মাসের আগের তুলনায় পাঁচ অঙ্কের বেশি এই সংখ্যা। অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেন, যদি আরেকটি ঢেউ আসে এবং এজন্য অতিসংক্রামক ভ্যারিয়েন্ট দায়ী হয় তাহলে আমাদের সত্যিকার সংকটে পড়তে হবে। যারা টিকা নিচ্ছেন না তারা ভুল করে ভাবছেন বিষয়টি শুধু তাদের, আসলে তা নয়। এটি সবার জন্যই।  ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রের নতুন শনাক্তের ৮৩ শতাংশের জন্য দায়ী। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই তথ্য জানিয়েছে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর