শ্রীমঙ্গল ও কমলগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ

admin
  • আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২১, ২১:০০
  • 1077 বার পঠিত
শ্রীমঙ্গল ও কমলগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি

জাতীয় শোকের মাস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা। সুরক্ষা সামগ্রীর মধ্য ছিল ১ লাখ ২০ হাজার লিটার অক্সিজেন সিলিন্ডার, ১ হাজার পিস মাস্ক, ১০০ কেজি আপেল, ২০টি হুইল চেয়ার ও নগদ অর্থ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।  শ্রীমঙ্গল পৌর শহরের মিশন রোডস্থ এমপির বাস ভবনে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ফিনলে টি কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ও সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও ঢাকা বিভাগের সভাপতি এ কে. এম নাজিব উল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর