লকডাউনে ফিরবে না যুক্তরাষ্ট্র: ডা. অ্যান্থনি ফৌসি

admin
  • আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২১, ০১:২৮
  • 932 বার পঠিত
লকডাউনে ফিরবে না যুক্তরাষ্ট্র: ডা. অ্যান্থনি ফৌসি

তীব্র সংক্রামক ডেল্টা ধরণের কারণে চীন ও অষ্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশই নতুন করে লকডউন জারি করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা ফৌসি এবিসি’র ‘দিস উইক’কে বলেছেন, যথেষ্ট লোককে ভ্যাকসিন দেয়ায় গত শীতের তীব্র সংক্রমণের পুনরাবৃত্তি এবার হবে না। ডেল্টার সংক্রমণ বাড়ায় বাইডেন চলতি সপ্তাহে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। কিন্তু ফৌসি বলছেন, আমি মনে করছি না যে আমরা আবারও লকডাউনে যাচ্ছি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে চলতি সপ্তাহে বলেছে, যারা ভ্যাকসিনের পুরো ডোজ গ্রহণ করেছেন তাদেরকেও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ইনডোরেও মাস্ক পরতে হবে। তবে মাস্কের এ পরিবর্তিত নীতির কারণে ভ্যাকসিন নিয়ে আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশংকার প্রেক্ষিতে ফৌসি তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, ভ্যাকসিন নেয়া লোকজনের করোনার ঝুঁকি কম। তবে সংক্রমিত হলেও তাদের মৃত্যু কিংবা হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি হবে না। ভ্যাকসিন যারা নেয়নি তাদের মধ্যেই আমরা সংক্রমণ ছড়াতে দেখছি বলে ফৌসি উল্লেখ করেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর