১০০ ডলার করে প্রণোদনা দিতে রাজ্যগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন

admin
  • আপডেট টাইম : জুলাই ৩১ ২০২১, ০৫:৩১
  • 983 বার পঠিত
১০০ ডলার করে প্রণোদনা দিতে রাজ্যগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন  প্রেসিডেন্ট জো বাইডেন

ডেল্টা ধরনের ঊর্ধ্বগতির মধ্যে টিকাদানের হার বাড়াতে নতুন টিকাগ্রহীতাদেরকে ১০০ ডলার করে প্রণোদনা দিতে রাজ্যগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের । কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য টিকা সংক্রান্ত নতুন নির্দেশনাও জারি করেছেন তিনি। এর ফলে দেশটির প্রায় ২০ লাখ সরকারি কর্মীকে এখন হয় টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে নয়তো বাধ্যতামূলকভাবে প্রতি সপ্তাহে ১-২ বার করে শনাক্তকরণ পরীক্ষায় অংশ নিতে হবে ও মাস্ক পরতে হবে। যুক্তরাষ্ট্রে টিকা নেওয়ার উপযুক্তদের অর্ধেককেই এখন পর্যন্ত টিকার সব ডোজ দেওয়া যায়নি বলে দেশটির সরকারি হিসাবের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে বাইডেন বলেছেন, অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তারের কারণেই টিকা সংক্রান্ত নতুন নির্দেশনা দিতে হয়েছে। পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে বিপুল সংখ্যক মানুষের টিকা না নেওয়াকেও দায়ী করেছেন তিনি। “মানুষ মারা যাচ্ছে এবং মারা যাবে, যাদের মারা যাওয়ার কথা ছিল না,” বলেন এ ডেমোক্র্যাট প্রেসিডেন্ট। নতুন টিকাগ্রহীতাদের আর্থিক প্রণোদনা, যারা এরই মধ্যে টিকা নিয়ে নিয়েছে তাদের অনেকের কাছেই ‘অন্যায্য’ বলে মনে হতে পারে মন্তব্য করে বাইডেন বলেন, “বেশি মানুষকে টিকাদানের আওতায় নিয়ে আসতে পারলে আমরা সবাই লাভবান হবো।” টিকাগ্রহীতাদের এ ১০০ ডলার প্রণোদনা দিতে রাজ্যগুলো ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের কেন্দ্রীয় প্রণোদনা তহবিল থেকে অর্থ নিতে পারবে। যেসব ছোট বা মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠান টিকা নিতে যাওয়া কর্মীদের সবেতন ছুটি দেবে কেন্দ্রীয় সরকার তাদেরও ‘ক্ষতি পুষিয়ে’ দেবে বলে জানিয়েছেন বাইডেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর