সফলভাবে শেষ হলো বৈরাগী বাজার এসোসিয়েশন এর বনভোজন ও মিলনমেলা ২০২১

admin
  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২১, ১৫:১০
  • 1341 বার পঠিত
সফলভাবে শেষ হলো বৈরাগী বাজার এসোসিয়েশন এর বনভোজন ও মিলনমেলা ২০২১

মোস্তফা অনিক রাজ  :-

 

গরমের মাঝামাঝি সময়। স্কুল-কলেজের ছুটিও চলছে। খানিকটা রোদ খানিকটা মেঘলা আকাশ সাথে মৃদু বাতাসে খোলা আকাশের নিচে আনন্দ-আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২১। বনভোজন ও মিলনমেলার এ আয়োজন করে বৈরাগীবাজার এসোসিয়শন অব ইউ এস এ ইনক। মোস্তফা অনিক রাজ, তামিম ইকবাল টিপুর পরিচালনায় ও ফারুক আহমদের সভাপতিত্বে গুটা পিকনিক সফল করতে সপ্তাহব্যাপী কার্যকরী পরিষদের সাথে মিলে কাজ করেছেন এসোসিয়েশনের মেম্বারগন। ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ ইনক্’র বার্ষিক বনভোজন। সপ্তাহব্যাপী পরিশ্রমে অনুষ্ঠিত হওয়া পিকনিকে আনন্দঘন মুহুর্তে সরব ছিলো এস্টোরিয়া রেইনি পার্ক। গত ২৬ জুলাই রোববার অনুষ্ঠিত এ বনভোজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নিউইয়র্কে আসেন বৈরাগীবাজারে বসবাসরত এসোসিয়েশন অব এউএসএ’র সদস্যবৃন্দ। পরিবার পরিজন নিয়ে দিনভর নিউইয়র্কএর এস্টোরিয়া রেইনি পার্কে নানান আনন্দ উপভোগ করেন। মেতে ওঠেন বর্ণাঢ্য আয়োজনে। বনভোজনে বিপুল সদস্য এবং সদস্যদের বাইরেও অনেকে যোগ দেন। বনভোজনটি পরিনত হয় এক সফল মিলন মেলায়। এদিন দুপুরে সম্প্রীতিও সৌহার্দপুর্ণ পরিবেশে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য ছিল খেলাধূলা। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের বিপুল সংখ্যক ছেলে-মেয়ে এতে অংশ নেয়। পুরুষ-মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। ১০/১১ টি ইভেন্টের উপভোগ্য খেলাধূলা ছাড়াও সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র। ছিলো মেয়েদের লড়াই, বালিশ বদল, চেয়ার, আন্ডার ৬ বয়েজ, আন্ডার ৬ গার্লস, স্বামী-স্ত্রী ওয়াটার বল, ছেলেদের মুরগের লড়াই, ফুটবল, বলিবলসহ অন্যান্য খেলা। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফেল ড্র’র পুরস্কারের মধ্যে ছিল : ১ম পুরস্কার ছিলো একটি স্বর্নের চেইন ও কানের দুল, সৌজন্যে- বৈরাগী বাজার এফসি পরিবার। ২য় পুরষ্কার আইফোন ১২ সৌজন্যে-ফারুক আহমদ ও মাসুক আহমদ অহিদ। ৩য় পুরুষ্কার: নিউইয়র্ক টু ঢাকা রিটার্ন টিকেট, সৌজন্যে-ওয়ারিস আলী ও সোহেল আহমেদ, বনফুল গ্রোসারী। ৪র্থ পুরষ্কার: ৫৫” ইঞ্চি স্যামসাং টিভি, সৌজন্যে-প্রিমিয়াম সুইটস। ৫ম পুরুষ্কার: ল্যাপটপ, সৌজন্যে- জাকারিয়া আহমেদ। ৬ষ্ট পুরুষ্কার: সিসি ক্যামেরা, সৌজন্যে- তামিম ইকবাল টিপু ও জমির হোসেন। ৭ম পুরুষ্কার: অ্যাপল ওয়াচ, আর এন জে ক্যাপিটেল গ্রুপ এল এল সি। ৮ম পুরুষ্কার: লেজার প্রিন্টার, সৌজন্যে- হামিম রসিদ।রেফেল ড্র পরিচালনা করেন, শামিম আহমদ ও জাবেদ আহমদ। দুপুরের খবারের পর ডিজার্টের ব্যাবস্থা ছিলো। (বি বি এ ও ইউ এস এ) এর বর্তমান কমিটির সভাপতি ফারুক আমদের সভাপতিত্বে এবং সেক্রেটারী তামিম ইকবাল ও মোস্তফা অনিক রাজ’র পরিচালনায় বনভোজন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্রিড়া সম্পাদক আফজাল, সেক্রেটারী তামিম ইকবাল টিপু, মোহাম্মদ ইকবাল, সহ-সভাপতি অহিদ আহমদ। বক্তারা শুভেচ্ছা বক্তব্যে, আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় সৌহার্দপূর্ণ পরিবেশের এ পিকনিক আয়োজন সম্ভব হয়েছে। কমিটির পক্ষ থেকে সকল স্পনসরদের ধন্যবাদ জানানো হয়। পিকনিকে উপস্থিত ছিলেন, গোল্ডেন এইজ হোমকেয়ার এর প্রেসিডেন্ট এন্ড সিইও বিশিষ্ট ব্যাসায়ী জনাব শাহনেওয়াজ। ভাইস প্রেসিডেন্ট এবং ডিরেক্টর সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ। উপদেষ্টা পরিষদ সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এনাম আহমদ, নুরুল ইসলাম, ইমদাদুল হক ইকবাল, নুরুল হক, শামসুল হক মুজিব, শফিকুর রহমান, হাফিজ আলীনুর, আব্দুল মালিক। আপ্যায়নের দায়ত্বে ছিলেন জমির হোসেন, সহযোগী করেন, ফয়সল কবির, সোহেল আহমদ, আফজল মিয়া (শামিম), মোহাম্মদ নুরুজ্জামান, আলী আহমদ, জাবেদ আহমদ, কামরুল হোসেন ফয়সল। আফজাল হোসেন, মোহাম্মেদ আহমেদ (মিন্টু)। গান পরিবেশন করেন আব্দুল মালিক, এসোসিয়েশন এর ফেসবুক পেইজে লাইভ এবং প্রচারের দায়িত্বে ছিলেন, কামরুল হোসেন ফয়সল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আব্দুল খালিক, ওয়ারিস আলী, আজাদ মিয়া, শামসুল হক, সোহেল আহমদ (বনফুল গ্রোসারী)

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর