সদস্য নিবন্ধনকে ঘিরে যুক্তরাষ্ট্রে বিয়ানীবাজারবাসীর প্রাণের মেলা

admin
  • আপডেট টাইম : জুলাই ২৬ ২০২১, ১৮:১১
  • 1081 বার পঠিত
সদস্য নিবন্ধনকে ঘিরে যুক্তরাষ্ট্রে বিয়ানীবাজারবাসীর প্রাণের মেলা

উৎসবমূখর পরিবেশে শেষ হলো যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজারবাসীর একমাত্র সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি- ইউএসএ ইনক এর সদস্য নিবন্ধন। সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সদস্য নিবন্ধনের শেষ তারিখ ছিল গত রোববার ২৫ জুলাই‌। এস্টেরিয়ার জনতা মিলনায়তনে দুপুর ১২ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত সদস্য নিবন্ধনের শেষ দিনের এই কার্যক্রম চলে। সদস্য নিবন্ধন কার্যক্রম পরিণত হয় বিয়ানীবাজারবাসীর মিলনমেলায়। নির্ধারিত সময়ের আগেই জনতা মিলনায়তন ও আশপাশের এলাকা বিয়ানীবাজারবাসীর পদাচারণায় মুখর হয়ে ওঠে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে সদস্যরা সদস্য ফরম পূরণের পাশাপাশি আড্ডায় মেতে ওঠেন। যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে প্রায় দেড় বছর ঘরবন্দি জীবনের পর মুক্ত বাতাসে পরিচিত, প্রতিবেশি, বন্ধু ও বিয়ানীবাজারবাসীদের এই সম্মিলণে ছিল প্রাণের উচ্ছলতা। সৌহাদ্য সম্প্রীতি ও বন্ধনের আমেজে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিয়ানীবাজারবাসীরা সদস্য নিবন্ধন কার্যক্রমে অংশ নেন। সদস্যরা আগামী ১০ অক্টোবর সাধারণ নির্বাচনকে সামনে রেখে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্ধারিত সদস্য ফি জমা দিয়ে সদস্য হন। এবার বিয়ানীবাজার সমিতির সদস্য নিবন্ধন বাবদ আয় হয়েছে রেকর্ড পরিমান। যা আমেরিকান মুদ্রায় ১ লাখ ৮ হাজার ৩২৮ ডলার আর বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় কোটি টাকা। বিয়ানীবাজার সমিতিতে এ বছর সাধারণ সদস্য হিসেবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৮ জন। এছাড়া সিনিয়র সদস্য ৪৬২, নতুন আজীবন সদস্য ২১ জন সহ মোট ৪ হাজার ৫৫১জন সদস্য নিবন্ধন করেছেন। আগের ৮১২জন আজীবন সদস্য সহ মোট ভোটার এখন ৫ হাজার ৩৬৩ জন। সমিতির নতুন সদস্য নিবন্ধন বাবদ মোট আয় ১ লাখ ৮ হাজার ৩২৮ ডলার। সংগঠনের সভাপতি মকবুল রহিম (চুনই) ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহেলের তত্ত্বাবধানে এবং কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যদের সহযোগিতায় চলে এই নিবন্ধন কার্যক্রম। এসময় নিবন্ধন কার্যক্রম পর্যবেক্ষণ করেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক কর্মকর্তা বৃন্দ। নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সভাপতি সবাইকে ধন্যবাদ জানান। এর পরে সাধারণ সম্পাদক নিবন্ধনকৃত সদস্যের সংখ্যা ও প্রাপ্ত সদস্য ফি প্রকাশ করেন। এসময় হলভর্তি বিয়ানীবাজার বাসী করতালিতে অভিদন্দন জানান। উল্লেখ্য বিয়ানীবাজার সমিতির ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ মোট ৪ হাজার ৫৫১ জন নতুন সাধারণ, সিনিয়র ও আজীবন সদস্য নিবন্ধিত হন। পূর্বের ৮১২ আজীবন সদস্য সহ এবার সমিতির মোট সদস্য সংখ্যা ৫ হাজার ৩৬৩। যারা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য সমিতির সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সদস্য নিবন্ধন কার্যক্রমে আগ্রহী বিয়ানীবাজারবাসী ছাড়াও সমিতির সাবেক ও বর্তমান উপদেষ্টা, কর্মকর্তা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তারা আগ্রহী সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন, খোঁজখবর নেন এবং আগামীতে সমিতির কার্যক্রমকে গতিশীল করতে সদস্যদের অবদানের কথা তুলে ধরেন। এসময় নিবন্ধন করতে আসা বিভিন্ন ক্যাটাগরির সদস্যরা প্রাণের বিয়ানীবাজার সমিতিকে নিয়ে তাদের স্বপ্ন ও ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, প্রবাসে বিয়ানীবাজারবাসীর বন্ধনকে আরও সুদৃঢ় করতে এবং সুখে দুখে পাশে দাঁড়াতে সমিতি ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর