সিলেট বিভাগে করোনা শনাক্তের রেকর্ড

admin
  • আপডেট টাইম : জুলাই ০৯ ২০২১, ১০:১৬
  • 982 বার পঠিত
সিলেট বিভাগে করোনা শনাক্তের রেকর্ড

সিলেট অফিসঃ
সিলেটে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটি হচ্ছে একদিনে সিলেট বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্ত।

এর আগে গত ৬ জুলাই সর্বোচ্চ ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। এছাড়া গেল ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলার ৯৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ৩৮৯ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪০.১৪ শতাংশ। শনাক্তের হারের দিকে বিভাগের মধ্যে সিলেট জেলায় ছিল সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ৫২৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২৫৬ জনের। শনাক্তের হার ছিল ৪৮ দশমিক ৬৭ শতাংশ। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জন। পাশাপাশি করোনায় মারা গেছেন ৫০৫ জন। গেল ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। আর সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৪৭৮ জন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর