বিয়ানীবাজারের তৃতীয় দিনের লকডাউনে প্রশাসন কঠোর ।। পুলিশ-বিজিবি মাঠে

admin
  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২১, ১০:০৯
  • 951 বার পঠিত
বিয়ানীবাজারের তৃতীয় দিনের লকডাউনে প্রশাসন কঠোর ।। পুলিশ-বিজিবি মাঠে

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারে লকডাউনের প্রথম দিন গত বৃহস্পতিবার কঠোর অবস্থানে থাকলেও প্রশাসন কাউকে জরিমানা করেনি। শুধু সতর্ক করে ছেড়ে দিয়েছে। কিন্তু গতকাল শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিনে ২২জনকে মামলা ও সাথে ৩৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। আজ শনিবার লকডাউনের তৃতীয় দিনে প্রশাসন আরো কঠোর অবস্থায় মাঠে রয়েছে।
সরকারের নির্দেশিত সর্বাত্মক লকডাউনে মুদি দোকান সকাল ৯টা থেকে বিকাল ৫টা, রেস্তুরা ও কাঁচাবাজার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। একই সাথে যন্ত্রচালিত কোন যানবাহন চলাচল করতে পারবে না। পায়ে চালিক রিক্সা ও পণ্যবাহী পরিবহন, এ্যাম্বুল্যান্স রয়েছে লকডাউনের আওতার বাইরে। এছাড়া ফার্মেসী ও চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান খোলা থাকবে।
বিয়ানীবাজারে লকডাউন কার্যকর করতে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। করোনা ভাইরাসের উর্ধ্বমূখীতা নিয়ন্ত্রণ না হলে আগামী বুধবার পর্যন্ত চলতি লকডাউনের মেয়াদ আরো বাড়তে পারে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর