হামাসের সঙ্গে ইসরাইলের সমীকরণ পরিবর্তন হয়েছে: নেতানিয়াহু 

admin
  • আপডেট টাইম : মে ২১ ২০২১, ১৭:২৭
  • 1090 বার পঠিত
হামাসের সঙ্গে ইসরাইলের সমীকরণ পরিবর্তন হয়েছে: নেতানিয়াহু 

তেলআবিবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি: হারের্জৎ

 অনলাইন ডেস্ক:

হামাসের সঙ্গে ইসরাইলের সমীকরণ পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
হামাসের সঙ্গে নাটকীয়ভাবে যুদ্ধবিরতির প্রসঙ্গে শুক্রবার ইসরাইলের রাজধানী তেলআবিবে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, হামাস ও (ইসরাইলি) জনগণ সবকিছু জানতে পারছে না। একটা সময়ের পরে আমাদের সব অর্জন জানানো হবে।  তিনি বলেন, এই পরিস্থিতিতে আমি বলব, কোনো অনর্থক পথে না গিয়ে আমরা কিছু সাহসী ও উদ্ভাবনী কার্যক্রম হাতে নিয়েছি।
বিবিসি জানায়, যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান মিসরকে জানিয়েছে ইসরাইল। এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করে মিসর।
এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা মার্ক রিগেভ জানিয়েছিলেন, নির্দিষ্ট শর্তেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। সে শর্তে তেল আবিব ও জেরুজালেমে হামলা বন্ধ করতে হবে হামাসের। গাজা থেকে রকেট হামলার কারণে সেখানকার ইসরাইলের নাগরিকরা আতঙ্কের মধ্যে ছিলেন।
ইসরাইলি সংবাদমাধ্যম হারেজৎ জানায়,  শুক্রবার রাত ২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। ২০১৪ সালের পর এটিই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। মিসরের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতির পরও আল আকসা মসজিদে আজ মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ।
ইসরাইলি হামলায় ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হন। আর হামাসের পাল্টা রকেট হামলায় ১২জন ইসরাইলি নিহত হন। বিগত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে বড় হতাহতের ঘটনা।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর