সুনামগঞ্জে হিন্দুবাড়িতে হামলার প্রতিবাদে বিয়ানীবাজার হিন্দু মহাজোট ও হিন্দু যুব মহাজোটের মানবন্ধন

admin
  • আপডেট টাইম : মার্চ ২০ ২০২১, ১১:৪৯
  • 1552 বার পঠিত
সুনামগঞ্জে হিন্দুবাড়িতে হামলার প্রতিবাদে বিয়ানীবাজার হিন্দু মহাজোট ও হিন্দু যুব মহাজোটের মানবন্ধন

বিয়ানীবাজার প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও এ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বিয়ানীবাজার শাখা ও বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাযোটের মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ মার্চ) দুপুর ১২ টায় বিয়ানীবাজার গোলাবিয়া লাইব্রেরির সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়৷
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে হিন্দু মহাজোট বিয়ানীবাজার উপজেলা শাখার আহবায়ক সুশান্ত পাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিটন দাসের সঞ্চালনায় বক্তব্য দেন হিন্দু মহাজোটের সদস্য সদস্য সচিব অলক বৈদ্য, দোলন দাস, পিংকু দে। বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট বিয়ানীবাজার উপজেলা শাখা সভাপতি প্রভাত দাস মনি, সহ সাংগঠনিক সম্পাদক দিপংকর রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু জোটের সদস্য সুমন চন্দ,দিপলু দে,অমল ধর, অজিত দাস,সুমন চন্দ,সঞ্জয় সরকার,গৌতম পাল,অপু দেব,টিপু দাস,পিন্টু মালাকার,অন্তু বিশ্বাস, গৌতম পাল,সঞ্চয় মালাকার,শান্ত দেব প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সাংগঠনিক সম্পাদক ধুবজিৎত পাল, মুহিত রায় সাগর,সহ সভাপতি ধুব সরকার, উজ্জ্বল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক দেবজিৎত দাশ, সবুজ বিশ্বাস,শিপু চন্দ্,জনি দাস,রিংকু বিশ্বাস,ফনি মালাকার, প্রথম বিশ্বাস,জয় রায়,সুজয় রায় প্রমুখ।
বক্তারা বলেন, শাল্লার নোয়াগাঁও এ সাম্প্রদায়িক হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। রামু, নাসিরনগরসহ দেশে সংগঠিত সাম্প্রদায়িক সন্ত্রাসের বিচার না হওয়ায় প্রতিনিয়ত এ ধরণের ঘটনা ঘটছে। এসময় বক্তারা হেফাজত নেতা মামুনুল হকসহ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান।
বক্তারা আরো বলেন,সুনামগঞ্জের ভিকটিমদের ক্ষতিপূরণ, হামলাকারী, অগ্নিসংযোগকারী ও লুটপাটকারীদের গ্রেপ্তার করে মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর