কবি মোহাম্মদ শামছ উদ্দিন এর কবিতা গ্রন্থ “কাঁদো বাঙালি কাঁদো” এবং “যেদিন সকল মুকুল গেলো ঝরে” এর পাঠ উন্মোচন

admin
  • আপডেট টাইম : মার্চ ১৮ ২০২১, ১৯:১৯
  • 1351 বার পঠিত
কবি মোহাম্মদ শামছ উদ্দিন এর কবিতা গ্রন্থ “কাঁদো বাঙালি কাঁদো” এবং “যেদিন সকল মুকুল গেলো ঝরে” এর পাঠ উন্মোচন

কবি মোহাম্মদ শামছ উদ্দিন এর কবিতা গ্রন্

রাব্বি আহমেদ তানভীর, সিলেট প্রতিনিধি:

গতকাল ১৮ই মার্চ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার বাতিঘরে জমকালো ভাবে উন্মোচন করা হলো কবি মোহাম্মদ শামছ উদ্দিন এর কবিতা গ্রন্থ “কাঁদো বাঙালি কাঁদো” এবং “যেদিন সকল মুকুল গেলো ঝরে “।।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী সাইয়িদ শাহীন,
মুহিবুর রহমান একাডেমির প্রভাষক ও ইংরেজি বিভাগীয় প্রধান সাইয়িদ শাহীন এর পরিচালনায় ও মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ মুহিবুর রহমান এর সভাপতিত্বে পাঠ উন্মোচন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২টি গ্রন্থের পাঠ উন্মোচন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক, কবি জনাব শামীম রেজা, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কবি মোহাম্মদ শামছ উদ্দিন এর ‘কাঁদো বাঙালি কাঁদো’ গ্রন্থখানি এমন এক মাহেন্দ্রক্ষণে রচিত হল যখন বাঙালি জাতি পালন করছে যখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের জন্মের ৫০তম বছর। উনি বঙ্গবন্ধু কে বইটি উৎসর্গ করে শোধ করলেন জাতির খানিকটা ঋন।”
উনার দ্বিতীয় বইটি উৎসর্গ করেছেন কবি সরকার আমিন ও কবির আত্মজা রিমঝিম ও বৃষ্টি কে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও পরিক্ষা নিয়ন্ত্রক জনাব মোস্তফা আহমদ দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব আল আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- অর্থ সম্পাদক ও এনএস নিউজ টিভির সম্পাদক মন্ডলীর সভাপতি রেজাউল হক রাসেল, মুহিবুর রহমান একাডেমির ভাইস প্রিন্সিপাল কবি মুহাম্মদ ইমদাদ, সিলেট সমকাল এর ব্যুরো চীফ জনাব চয়ন চৌধুরী,
অনুষ্টানের শুরুতে কবি পরিচিতি তুলে ধরেন জনাব আশরাফুল ওয়াদুদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন ২টি গ্রন্থের লেখক কবি মোহাম্মদ শামছ উদ্দিন।

এছাড়াও অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি অধ্যাপক জফির সেতু, অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি, জাহানারা জায়গিরদার, মুনিরা সিরাজ চৌধুরী, শামসুল নূর মানব, হরিপদ, আবু সালেহ আহমদ, রোটারিয়ান বিমলেন্দু,রোটারিয়ান খায়রুল জাফর চৌধুরী প্রমুখ।।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর