বিয়ানীবাজারের প্রবীন সংস্কৃতি কর্মী বিশিষ্ট তবলা বাদক নবেন্দু শেখর দে নিবু গুরুতর অসুস্থ

admin
  • আপডেট টাইম : মার্চ ১০ ২০২১, ০৩:৪১
  • 1349 বার পঠিত
বিয়ানীবাজারের প্রবীন সংস্কৃতি কর্মী বিশিষ্ট তবলা বাদক নবেন্দু শেখর দে নিবু গুরুতর অসুস্থ
বিয়ানীবাজারের প্রবীন সংস্কৃতি কর্মী বিশিষ্ট তবলা বাদক ও  উপজেলা শিল্পকলা একাডেমির তবলা শিক্ষক নবেন্দু শেখর দে নিবু গুরুতর অসুস্থ, তিনি ফুসফুস ইনফেকশন, হৃদ রোগ ও ব্রেইন ষ্টোক এ আক্রান্ত হয়ে গত দু মাস সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর ব্রেইন ছোট হয়ে যাচ্ছে, এ অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ভারতে পাঠানোর পরামর্শ দিয়েছেন তাঁরা। এদিকে নবেন্দু শেখর দে’র অর্থনৈতীক অবস্থা অত্যন্ত নাজুক বিগত দিনে চিকিৎসা করে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে তাঁর পরিবার এ অবস্থায় ভারতে নিয়ে চিকিৎসা দেয়ার মতো আর্থিক সামর্থ্য তাঁর নেই।  বিগত দিনে তাঁর চিকিৎসার জন্য অনেকেই সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর চিকিৎসার জন্য সহযোগিতা করার আবেদন করেছেন প্রবিন এই সংস্কৃতি কর্মী। মানুষ মানুষের জন্য এই আহবানে আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে হাত বাড়াই অসুস্থ এই প্রবীণ সংস্কৃতি কর্মীর চিকিৎসার জন্য।
0Shares
এই ক্যাটাগরীর আরো খবর