পানাস হেল্পিং হ্যান্ড এর উদ্যোগে অসহায়, গরীব ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরন

admin
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২১, ১৪:১৬
  • 1195 বার পঠিত
পানাস হেল্পিং হ্যান্ড এর উদ্যোগে অসহায়, গরীব ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরন

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
mison to cook 100k free meals, for keye warkers. And homless এই স্লোগান কে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলায় পানাস হেল্পিং হ্যান্ড এর উদ্যোগে শনিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে অসহায়।,গরীব ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠিত হয়েছে। হায়দারশাহ হাফিজিয়া মাদ্রাসায় হলরুমে ,

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক পাভেল মাহমুদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র তফজ্জুল হুসেন, হায়দর শাহ হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ আব্দুর রাহিম ছাত্রলীগ নেতা আজাদুর রহমান পানাস হেল্পিং হ্যান্ড এর সদস্য, রাহিম আহমদ, রাহাত মাহমুদ, নওশাদ আহমদ, যুবলীগ নেতা ইরফান রহুল৷ জুয়েল আহমদ শিপু, নাঈম আহমদ প্রমুখ,

এসময় উপস্থিত বক্তারা বলেন, পানাস হেল্পিং হ্যান্ড এর ইউকে এরমাধ্যমে আজ কে ৮০০ গরিব,অসহায় ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরন করা হয়েছে এতে আমরা অনেক আনন্দিত, ধন্যবাদ জানাই পানাস হেল্পিং হ্যান্ড (Panas halping hands ) এর ফাউন্ডার সুজন কুতাওয়ালি কে এই মহৎ উদ্যোগের জন্য আমরা আশা রাখি ভবিষ্যতে উনারা আমাদের পাশে থাকবে আমরা তাদের ১০০হাজার মানুষের মাঝে খাবার বিতরনের উদ্যোগের সফলতা কামনা করছি।এর ফাউন্ডার সুজন কুতাওয়ালি ( sujan katuwal founder of phh ,charitable company ) কে এই মহৎ উদ্যোগের জন্য আমরা আশা রাখি ভবিষ্যতে উনারা আমাদের পাশে থাকবে আমরা তাদের ১০০হাজার মানুষের মাঝে খাবার বিতরনের উদ্যোগের সফলতা কামনা করছি।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর