১২ ফেব্রুয়ারি গীতিকবি শেখ ওয়াহিদুর রহমানের জন্মদিন

admin
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২১, ০২:৪৮
  • 1336 বার পঠিত
১২ ফেব্রুয়ারি গীতিকবি শেখ ওয়াহিদুর রহমানের জন্মদিন

পরানের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’ ‘আমার মাটির গাছে লাউ ধইরাছে; বা  ‘তোমরা-নি দেইখাছো আমার বিদেশীনিরে’- এরকম হাজারো গীতি গানের স্রষ্টা এ গীতিকবি ১৯৩৯ সালের  ১২ ফেব্রুয়ারি  জন্ম গ্রহণ করেন। ২৭ অক্টোবর ২০১২ সালে ঢাকার গুলশানের বিয়ানীবাজার হাউজে ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। গীতি কবিতার উপর তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। গীতি এ কবি শিল্পপতি হিসাবে সমধিক পরিচিত। আমরণ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পূবালী ব্যাংকের ভাইস চেয়ারম্যানসহ ব্যবসায়িক অনেক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থা পরিচালকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। শেখ ওয়াহিদুর রহমান জীবনের শেষ সময়ে এসে তার নিজ বাড়ি খাসাড়িপাড়ায় শেখ ওয়াহিদুর রহমান একাডেমী স্থাপন করেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর