যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমান্ত পারাপার বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে

admin
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২১, ০৫:১৮
  • 1199 বার পঠিত
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমান্ত পারাপার বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমান্ত পারাপার বন্ধের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। গত ১৮ মার্চ থেকে দুই দেশের সীমান্ত পারাপার বন্ধ রয়েছে। প্রতি মাসে এর সময়সীমা বাড়ানো হচ্ছে। এ নিয়ে আটবার এ সময়সীমা বাড়ল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১ ডিসেম্বর কানাডীয় ব্রডকাস্টিং করপোরেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত পারাপার বন্ধ থাকবে। তবে এবার কত দিনের জন্য পারাপার বন্ধ থাকবে, তার উল্লেখ করা হয়নি। সীমান্ত পারাপার বন্ধ থাকলেও জরুরি সেবা, স্বাস্থ্যসেবা, বিমান পরিষেবার সঙ্গে সংশ্লিষ্টরা, ট্রাকচালক, চিকিৎসা সামগ্রীসহ জরুরি মালামাল পরিবহন অব্যাহত থাকবে।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর