যুক্তরাষ্ট্রের জন্য খারাপ বছর ২০২০ সাল

admin
  • আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২০, ২২:৩২
  • 1305 বার পঠিত
যুক্তরাষ্ট্রের জন্য খারাপ বছর ২০২০ সাল

মোস্তফা অনিক, নিউইয়র্ক:-

যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে খারাপ বছর ২০২০ সাল। অন্তত, দেশটির মানুষের মৃত্যুহারের দিক থেকে। করোনার ছোবলে মৃত্যু এরই মধ্যে ৩ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন-সিডিসি’র আশঙ্কা- আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দিনে গড়ে ২ হাজার করে মানুষ মরতে পারে এই করোনায়।

মার্কিন গণমাধ্যমের খবর, ২০১৯ সালের তুলনায় এবছর মৃত্যুহার অন্তত ১৫ শতাংশ বেশি। আরো বাড়তে পারে বছরটা শেষ হলে। এরই মধ্যে ৩২ লাখ মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। গতবছর এ সংখ্যাটা ছিলো ২৮ লাখ ৫৪ হাজার ৮৩৮।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে মৃত্যুহারের সবচেয়ে খারাপ সালটা ১৯১৮। ১৯১৭ সালের তুলনায় সে বছর ৪৫ শতাংশ বেশি মানুষ মরেছে। কারণটা ছিলো প্রথম বিশ্বযুদ্ধ এবং ফ্লু মহামারী।
ছবিঃ NBCnews

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর