ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা কি নিরাপদ ও কার্যকর

admin
  • আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০২০, ০২:৫১
  • 1284 বার পঠিত
ফাইজার-বায়োএনটেকের করোনার  টিকা কি নিরাপদ ও কার্যকর

মোস্তাফা অনিক রাজ:—-

ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার নিরাপত্তা-সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নিশ্চিত করেছে, এই টিকা ৯৫ শতাংশ কার্যকর।  বিবিসি অনলাইন।

ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা অনুমোদন না দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা–সংক্রান্ত কোনো উদ্বেগ খুঁজে পায়নি এফডিএ। এফডিএ আরও বলেছে, এই টিকা নিরাপদ ও কার্যকর। করোনা প্রতিরোধে এই টিকার কার্যকারিতা ৯৫ শতাংশ। ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়েছেন দুই ব্রিটিশ স্বাস্থ্যকর্মী। আর সেজন্য পুরো যুক্তরাজ্যজুড়ে জারি করা হয়েছে এলার্জি সতর্কতা। সতর্কতায় বলা হয়েছে, যাদের অ্যালার্জির ইতিহাস রয়েছে, তারা যেনো কোনওভাবেই  ভ্যাকসিন না নেন। -দ্য গার্ডিয়ান, বিবিসি, ইভেনিং স্ট্যান্ডার্ড।

জানা গেছে, অসুস্থ দুই স্বাস্থ্যকর্মীর পূর্ব অ্যালার্জি ইতিহাস রয়েছে। দুজনকেই অ্যাড্রেনালিন বুস্ট দিয়ে সুস্থ করা হয়েছে। অবশ্য ফাইজারের ভ্যাকসিন লিফলেটে বলাই আছে, এই ভ্যাকসিনের কোনও উপাদানে কারও অ্যালার্জি থাকলে তিনি যেনো ভ্যাকসিন গ্রহণ না করেন।

0Shares
এই ক্যাটাগরীর আরো খবর